মিশরের নাট্যকার আলফ্রেড ফারাগের গল্প অবলম্বনে শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটক 'বন্ধুকযুদ্ধ'। নাট্যকেন্দ্রের প্রযোজনায় নাটকটির নির্দেশনায় ছিলেন তারিক আনাম খান।
গ্রামের একজন চেয়ারম্যান, পুলিশ, সন্ত্রাসী আর চৌকিদারের অন্ধকার জগতের গল্প নিয়েই নাটক 'বন্দুকযুদ্ধ'। মূল উপজীব্য চেয়ারম্যানের অপরাজনীতি আর দুই চৌকিদারের সঙ্গে তার বিশ্বাসঘাতকতা।
নাটকের এক পর্যায়ে চৌকিদার বিশ্বাসঘাতক চেয়ারম্যানকে ও সন্ত্রাসী হায়নাকে মেরে ফেলে। এরপর সন্ত্রাস দমনে পুলিশের পূর্বঘোষিত পুরস্কার দশ লাখ টাকা পাওয়ার আশায় থাকে চৌকিদার।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আরিফ, শরীফ হোসেন ইমন, মুজিবুল হাসান নির্যাস।
সন্ধ্যায়, শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে নাটকটি উপভোগ করেন হলভর্তি দর্শক।