DBC News
'বিএনপির বিজয় জেনেই নির্বাচন স্থগিত'

'বিএনপির বিজয় জেনেই নির্বাচন স্থগিত'

বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত জেনেই গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর।

রবিবার সন্ধ্যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের বিষয়ে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, 'গাজীপুরের সিটি নির্বাচন স্থগিত করায় আমরা হতভম্ব। সরকার নিশ্চিত পরাজয় জেনে নিজেদের লোকজন দিয়ে কারসাজি করে নির্বাচন স্থগিত করেছে। কারণ, তারা জানে তাদের পরাজয় নিশ্চিত, আর সেজন্যই এ কাজ করেছে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন স্থগিত করে সরকার প্রমাণ করেছে তারা পুরোপুরি জনবিচ্ছিন্ন। এ সময় নির্বাচন স্থগিত করার জন্য সরকারের অপচেষ্টার নিন্দা জানান তিনি।

সরকার ভোট স্থগিত করে বিএনপির বিজয় নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ আটক ১৩ নেতা-কর্মীর মুক্তি দেয়ার জোর দাবি জানান।

আরও পড়ুন

'মালয়েশিয়ায়  শ্রমিক পাঠাবে  সব এজেন্সি'

এখন থেকে বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে পারবে।  একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...

বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় অনৈক্যের সুর

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নে ড.কামাল হোসেনের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ ঐক্য প্রক্রিয়ার অংশীদারদের। ড. কামাল বলেছেন...

ঐক্যের বৈঠকে যাননি ড. কামাল

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৃহত্তর ঐক্যের বৈঠকে যোগ দেননি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ বৈঠক শুরু হয়।...