DBC News
'চুক্তি থেকে বের হলে যুক্তরাষ্ট্রের পরিণতি ভাল হবে না'

'চুক্তি থেকে বের হলে যুক্তরাষ্ট্রের পরিণতি ভাল হবে না'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে 'ইরান পরমাণু চুক্তি' ভেস্তে গেলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, 'এই চুক্তি ভেস্তে দিলে ভবিষ্যতে আফসোস করবে যুক্তরাষ্ট্র।' চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের যেকোন নেতিবাচক সিদ্ধান্তের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন রুহানি।

এর আগে এ চুক্তিকে অযৌক্তিক দাবি করে তা সংশোধনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ মে'র মধ্যে সংশোধন করা না হলে এই চুক্তি থেকে সরে আসারও ঘোষণা দেন তিনি।

এদিকে, ইরানের পরমানু কার্যক্রম বন্ধে এই চুক্তিই একমাত্র পথ হিসেবে উল্লেখ করে ট্রাম্পকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়াসহ ছয় দেশ।