DBC News
নোমানসহ বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

নোমানসহ বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

 

গাজীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আটক করেছে পুলিশ। এ সময় অন্তত আরও ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

হাইকোর্টের নির্দেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতের ঘটনায় তাৎক্ষণিক নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হিরু জানান, আজ রবিবার বিকেলে, গাজীপুরে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে আসার সময় আবদুল্লাহ আল নোমানকে আটকে করে নিয়ে যায় পুলিশ।

হিরু আরও জানান, হাসান সরকারের টঙ্গীর বাসায় সংবাদ সম্মেলন হয়। সেখান থেকে বেরিয়ে টঙ্গী পৌর ভবনের সামনে এলে নোমানকে পুলিশ আটক করে নিয়ে যায়।

এদিকে, আটকের ঘটনায় চান্দনা চৌরাস্তায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির নেতা-কর্মীদের আটক করা হয়েছে বলে জানান গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ।