DBC News
সিনহার দুর্নীতি; ২জনকে জিজ্ঞাসা করেছে দুদক

সিনহার দুর্নীতি; ২জনকে জিজ্ঞাসা করেছে দুদক

 

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সরকার নামে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

রবিবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসা করে দুদকের অনুসন্ধান টিম।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, এ দুই ব্যক্তি ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কোটি করে চার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়েছেন। পরে এ টাকা সিনহার সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে পে অর্ডারের মাধ্যমে জমা হয়।

কি কারণে এ টাকা সিনহার অ্যাকাউন্টে এসেছে? তা নিয়েই অনুসন্ধান করছে দুদক।

এদিকে জিজ্ঞাসা শেষে, শাহজাহান গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি দাবি করেন, পে অর্ডারের মাধ্যমে চারকোটি টাকা তার বন্ধু রনজিতের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

তবে দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী, রনজিত এসকে সিনহার ব্যক্তিগত সহকারী ছিলেন।