ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের না হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
ওয়াশিংটন পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কংগ্রেসের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। ট্রাম্পকে এই চুক্তির পক্ষে বোঝানোর জন্য যুক্তরাজ্য ও এর ইউরোপিয়ান মিত্র দেশগুলো সময় পাবে ১২ই মে পর্যন্ত।
এর আগে, এই চুক্তিকে অযৌক্তিক উল্লেখ করে এখান থেকে সরে আসার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১২ই মের মধ্যে যদি ট্রাম্পের দেয়া শর্ত অনুযায়ী পারমাণবিক চুক্তির ত্রুটিগুলো সংশোধন করা না হয় তাহলে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র আর থাকবেনা বলে ঘোষণা দেন ট্রাম্প।