DBC News
টিসিবি'র পণ্যের দাম নিয়ে অসন্তুষ্টি

টিসিবি'র পণ্যের দাম নিয়ে অসন্তুষ্টি

 

দাম নিয়ে অসন্তোষ থাকায় রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য বিক্রি শুরু করেননি ডিলাররা। আজ রবিবার সকাল থেকে খোলাবাজারে অন্যান্য পণ্যের পাশাপাশি রমজানের ৫টি নিত্যপণ্য বিক্রির কথা ছিলো। টিসিবির পক্ষ থেকে জানানো হয়, আজকের মধ্যে ডিলাররা পণ্য না নিলে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য বিক্রি করবে টিসিবি।

এর আগে, গেল বৃহস্পতিবার প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা, মসুর ডাল ও চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ ও খেজুর ১২০ টাকায় বিক্রির ঘোষণা দেয় টিসিবি। নির্ধারিত দামেই সকাল থেকে সারাদেশে পণ্য বিক্রি শুরুও হয়েছে।

তবে এ দামকে, বাজার দরের চেয়ে বেশি অভিযোগ করে, গত ২৬শে এপ্রিল, দর পুনঃনির্ধারণের দাবি জানায় ডিলার সমিতি। দুইপক্ষের সমঝোতা না হওয়ায়, রাজধানীতে সকাল থেকে কোনো ডিলার টিসিবির গুদাম থেকে পণ্য নেননি। 

তেজগাঁওয়ের আঞ্চলিক কার্যালয় ও গুদামের প্রধান কর্মকর্তা বজলুল রশীদ জানান, পণ্যের মানের কারণেই দাম একটু বেশি।