DBC News
এক দশক পর লেবাননে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ

এক দশক পর লেবাননে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ

 

রবিবার স্থানীয় সময় সকাল সাতটায় ১২৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এর আগে দেশটিতে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে, যার মেয়াদ থাকার কথা ছিল চার বছর। কিন্তু প্রতিবেশী দেশ সিরিয়ায় অস্থিতিশীলতার জেরে নির্বাচনি আইন সংশোধন করে দেশটির পার্লামেন্টের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ করা হয়। 

দেশটিতে এবার জেলার সংখ্যা কমিয়ে ভোটদান পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ সপ্তাহের শুরুতেই প্রবাসী লেবানিজরা তাদের ভোট প্রদান করেছে। 

যুক্তরাষ্ট্র কর্তৃক স্বীকৃত ‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠন’ হিজবুল্লাহ ও অন্যান্য দল এ নির্বাচনের মাধ্যমে সংসদে তাদের আসন বাড়াতে চাইছে।

সোমবার বা মঙ্গলবার নাগাদ ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।