DBC News
রাঙামাটিতে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে

রাঙামাটিতে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে

রাঙামাটিতে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যে কোনো মূল্যে পাহাড়ে শান্তি বজায় রাখা হবে; জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বাংলা একাডেমীতে স্বাধীনতার ৪৭বছর পূর্তি শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ীই ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।