DBC News
ইংলিশ প্রিময়ার লিগে পুচকে ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিময়ার লিগে পুচকে ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

 

ব্রাইটনের মাঠ ফামার স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছেন হোসে মরিনহোর শিষ্যরা। এতে ৩৬ বছর পর রেড ডেভিলদের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাইটন।

বল দখলে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল ম্যান ইউ। অ্যাটাক করেছে হোস্টরাও। তবে বেশ কটা দারুন সেভ করেছেন ম্যান ইউ গোল কিপার দাভিদ দে হেয়ার। আক্রমন-পাল্টা আক্রমনে শেষ হয় প্রথমার্ধ।

বিরতী থেকে ফিরে ৫৭ মিনিটে এগিয়ে যায় ব্রাইটন। প্যাসকেলের হেড মার্কোস রোহো ফেরালেও ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায়। ম্যাচের বাকিটা সময় আর সমতায় ফিরতে পারেনি ম্যানইউ।

এই নিয়ে চলতি মৌসুমে তিনটা নতুন ক্লাবের ঘরের মাঠে হেরে বসলো স্পেশাল ওয়ান স্কোয়াড।