DBC News
রোহিঙ্গাদের জন্য সাহায্যের আহ্বান এফএও’র

রোহিঙ্গাদের জন্য সাহায্যের আহ্বান এফএও’ররোহিঙ্গাদের সহায়তার জন্য আরও ৮৩ লাখ ডলার সাহায্য চেয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও। শুক্রবার রোমে এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে সাহায্যের এই আহ্বান জানানো হয়। যা স্থানীয় জনগণের দ্বিগুণেরও বেশি

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা মিলে প্রায় ১২ লাখ মানুষ ঘূর্ণিঝড় ও বর্ষার মৌসুমে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। কক্সবাজারে প্রায় নয় লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এদের কারণে এরই মধ্যে স্থানীয়দের প্রাকৃতিক সম্পদ, খাবার, জ্বালানি ও কাজের ওপর প্রভাব পড়তে শুরু করেছে।

বাংলাদেশে নিযুক্ত এফএও'র জরুরি সমন্বয়ক পিটার অ্যাগনিউ বলেন, বিনিয়োগের মাধ্যমে এখনই পরিবেশের ক্ষতি রোধ করতে না পারলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে এর প্রভাব পড়বে। এতে সেখানকার মানবিক বিপর্যয়ের আরও অবনতি ঘটবে।

চলতি বছরের জন্য জরুরি  ভিত্তিতে প্রয়োজন ৯৮ লাখ ডলারের মধ্যে এ পর্যন্ত মাত্র ১৫ লাখ ডলার পেয়েছে এফএও।