DBC News
হাওয়াইয়েতে আবারও অগ্ন্যুৎপাত

হাওয়াইয়েতে আবারও অগ্ন্যুৎপাত

 

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাওয়ে আগ্নেয়গিরিতে আবারো নতুন করে লাভার উদগীরণ শুরুর পর শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার তিনটি সড়কেও ফাটল দেখা দেয়। এরইমধ্যে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৪ হাজার গ্রাহক। দ্বীপটিতে এখনো থেকে যাওয়া বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

বাড়ি ঘর ছেড়ে যাওয়া নাগরিকদের আশ্রয়ের জন্য কমিউনিটি সেন্টার খোলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অগ্নুৎপাতের পর শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে হাওয়াইতে। কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে অগ্নুৎপাতের কারণে তাদেরকে এলাকা ত্যাগ করার প্রস্তুতি নেয়া উচিত।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, বাতাসে বিষাক্ত সালফার ডাই অক্সাইড বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়ছে। তবে কেউ আক্রান্ত হলে তাদের দ্রুত সেবা দিতে জরুরী নিরাপত্তা কর্মীরা প্রস্তুত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।