DBC News
ভোলায় আওয়ামী লীগের একক প্রার্থী, বিএনপিতে দ্বন্দ্ব

ভোলায় আওয়ামী লীগের একক প্রার্থী, বিএনপিতে দ্বন্দ্ব

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কে হবেন তা নিয়ে কোনো দ্বিধা নেই। সেই সঙ্গে জয়ের ব্যাপারেও নিশ্চিত দলটি। তবে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে রয়েছে দ্বন্দ্ব।

ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


গত নয় বছরে নদী ভাঙন রোধে ব্লক বাঁধ প্রকল্প, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট, গ্যাসক্ষেত্র স্থাপনসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের জোরে এ আসনে আগামী নির্বাচনে শত ভাগ জয়ের প্রত্যাশা আওয়ামী লীগের।

তোফায়েল আহমেদ এই আসন থেকে দলের মনোনয়ন নিয়ে বহুবার এমপি নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনেও মনোনয়ন চাইবেন দলের। ইতোমধ্যে উন্নয়নের চিত্র তুলে ধরে দলীয় বিভিন্ন প্রোগ্রামে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চাইতে শুরু করেছেন তিনি। দলীয় নেতারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন।

 
এদিকে, এ আসনে মনোনয়ন নিয়ে রয়েছে কোন্দল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে। এ আসনে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দীর্ঘ দিন ধরে মনোনয়ন চাইছেন। এদিকে জোরালোভাবে মনোনয়ন চাইছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও ।

বিজেপি নেতা পার্থ মনোনয়ন পেলে বিএনপির একটি অংশ তার পক্ষে নির্বাচন করবে বলেও দলীয় সূত্র জানায়। 

পার্থর মনোনয়ন প্রায় নিশ্চিত হলেও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। তাকে এ আসনে জোট থেকে দলের মনোনয়নের দাবি জানিয়েছিলেন বিএনপি নেতাকর্মীদের একটি অংশসহ তার অনুসারীরা। তাদের দাবি ভোলা-১ আসনে জোট থেকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দিয়ে জোটের শরিক দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঢাকার কোনো আসন থেকে মনোনয়ন দেয়া হোক।

ভোলা-১ আসনে জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীরের বিকল্প কেউ নেই বলে দাবি নেতাদের।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদের প্রতিদ্বন্দ্বী কে হবেন তা দেখার অপেক্ষায় স্থানীয়রা।

আরও পড়ুন

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে শুধু অবাধ বা সুষ্ঠ নয় বরং অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ এর আগে অবাধ নির্বাচন কর...

'ডিজিটাল নিরাপত্তা আইনে ভয়ের কিছু নেই'

স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন কোনো বাধার সৃষ্টি করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে, গাজীপুর...

কুড়িগ্রামে বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ কয়েকটি নদী পাড়ের নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে ডুবে আছে। এসব এলাকার বিভিন্ন ফসলি জমির উপর কোথাও কোমর পানি কোথাও হাঁটু পানি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৩০ জেলে নিখোঁজ

ঘূর্ণিঝড় দেয়ঈ'র প্রভাবে সাগর উত্তাল থাকায় বরগুনায় বঙ্গোপসাগরে ডুবে গেছে সাতটি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় অন্তত ১৩০ জন জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার  এ তথ্য নিশ...