DBC News
ভোলায় আওয়ামী লীগের একক প্রার্থী, বিএনপিতে দ্বন্দ্ব

ভোলায় আওয়ামী লীগের একক প্রার্থী, বিএনপিতে দ্বন্দ্ব

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কে হবেন তা নিয়ে কোনো দ্বিধা নেই। সেই সঙ্গে জয়ের ব্যাপারেও নিশ্চিত দলটি। তবে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে রয়েছে দ্বন্দ্ব।

ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


গত নয় বছরে নদী ভাঙন রোধে ব্লক বাঁধ প্রকল্প, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট, গ্যাসক্ষেত্র স্থাপনসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের জোরে এ আসনে আগামী নির্বাচনে শত ভাগ জয়ের প্রত্যাশা আওয়ামী লীগের।

তোফায়েল আহমেদ এই আসন থেকে দলের মনোনয়ন নিয়ে বহুবার এমপি নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনেও মনোনয়ন চাইবেন দলের। ইতোমধ্যে উন্নয়নের চিত্র তুলে ধরে দলীয় বিভিন্ন প্রোগ্রামে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চাইতে শুরু করেছেন তিনি। দলীয় নেতারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন।

 
এদিকে, এ আসনে মনোনয়ন নিয়ে রয়েছে কোন্দল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে। এ আসনে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দীর্ঘ দিন ধরে মনোনয়ন চাইছেন। এদিকে জোরালোভাবে মনোনয়ন চাইছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও ।

বিজেপি নেতা পার্থ মনোনয়ন পেলে বিএনপির একটি অংশ তার পক্ষে নির্বাচন করবে বলেও দলীয় সূত্র জানায়। 

পার্থর মনোনয়ন প্রায় নিশ্চিত হলেও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। তাকে এ আসনে জোট থেকে দলের মনোনয়নের দাবি জানিয়েছিলেন বিএনপি নেতাকর্মীদের একটি অংশসহ তার অনুসারীরা। তাদের দাবি ভোলা-১ আসনে জোট থেকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দিয়ে জোটের শরিক দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঢাকার কোনো আসন থেকে মনোনয়ন দেয়া হোক।

ভোলা-১ আসনে জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীরের বিকল্প কেউ নেই বলে দাবি নেতাদের।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদের প্রতিদ্বন্দ্বী কে হবেন তা দেখার অপেক্ষায় স্থানীয়রা।

আরও পড়ুন

দণ্ডিত তারেক মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে পারেন কী না-প্রশ্ন কাদেরের

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা, সাজাপ্রাপ্ত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে পারেন কী...

নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বান্দরবান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পার্বত্য জেলার বান্দরবান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ব্যস্ততাও তত বাড়ছে। পার্বত্য...

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রংপুর, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে ছয়জন। রবিবার সকালে, রংপুরের লাহিড়ীহাটে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হন। আজ...

নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বান্দরবান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পার্বত্য জেলার বান্দরবান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ব্যস্ততাও তত বাড়ছে। পার্বত্য...