DBC News
সাহিত্যে এবছর নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না। 

সাহিত্যে এবছর নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না। 

 

এমন ঘোষণা দিয়েছে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত নিয়ে সমালোচনায় থাকা সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের পুরস্কার এক সঙ্গে দেয়া হবে। সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করা এক সদস্যের স্বামী জাঁ ক্লদ অ্যারানল্ট এর বিরুদ্ধে অ্যাকাডেমির কর্মকর্তা ও তাদের আত্মীয়সহ বেশ কয়েকজনকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। মানুষের মনে আস্থার ঘাটতি হওয়ায় পুরস্কার স্থগিতের এই ঘোষণা বলে জানিয়েছে নোবেল পুরস্কার দেয়া প্রতিষ্ঠানটি। 

১৯০১ সালের পর থেকে সাহিত্যে অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার দিয়ে আসছে সুইডিশ একাডেমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সবশেষ ১৯৪৩ সালে পুরস্কার দিতে পারেনি তারা। ৭০ বছরের পর আবারো একই অবস্থার সৃষ্টি হলো।

আরও পড়ুন

পাক-ভারত বৈঠক বাতিল

পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করেছে ভারত।  শুক্রবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সোপিয়ান জেলায় তিন পুলিশ কর্মকর্তাকে অপহরণের পর...

‘১৩০ কোটি মানুষ দারিদ্র্যে বসবাস করে’

বিশ্বের ১৩০ কোটি মানুষ দারিদ্র্য সীমায় বসবাস করে যার মধ্যে ৬৬ কোটিই শিশু। জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।  'বহুমাত্রিক দারিদ্র্য সূ...

এফডিসিতে শুরু হয়েছে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮'

রাজধানীর বিএফডিসি-তে শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এর  কার্যক্রম। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয়বারের মত বিশ্ব সুন্দরী অন্বেষণের এই আয়োজনে অংশ নিচ্ছে প...

ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন

সাতক্ষীরায় তিনশ' বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন স্থ...