DBC News
ভালো নেই এক-এগারোতে বিচ্ছিন্ন হওয়া বিএনপি নেতারা

ভালো নেই এক-এগারোতে বিচ্ছিন্ন হওয়া বিএনপি নেতারা

দলীয় প্রধানের আশ্বাসে দলে ফিরলেও ভালো নেই এক-এগারোতে সংস্কারপন্থী হিসেবে বিচ্ছিন্ন হওয়া বিএনপির অনেক নেতা। তবে দু'একজন এখনো আদর্শিক কারণে অনড় আগের অবস্থানে।  ঐক্য বাড়াতে দলছুট নেতারা দলে ফিরতে চাইলে স্বাগত জানানো হবে জানালেন বিএনপি মহাসচিব।

১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির সাবেক মহাসচিব ও প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূইয়ার নেতৃত্বে দলে সংস্কারের দাবি তুলে  সক্রিয় হয় দলটির শতাধিক সংসদ সদস্য। যারা পরিচিতি পান সংস্কারপন্থী হিসেবে।

মান্নান ভূইয়াসহ বেশ কজন বহিষ্কার হন দল থেকে।  অনেকে আবার অপর পক্ষের রোষানলে পড়ে নিজ থেকেই চলে যান পর্দার আড়ালে। রাজনীতির নানা সমীকরণ আর হিসেব-নিকেষ মেলাতে অনেকেই এক দশক আগের সেই অবস্থান ছেড়ে দলে ফিরলে ভালো নেই তারা।
মান্নান ভুইয়াঁর ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার দাবি বিএনপিতে সংস্কারের দাবি উঠেছিল তা এখনো বিদ্যমান। 

মহাসচিব জানান এখনো যারা দলের বাইরে আছেন, দলে ফিরতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। বিভাজন দূর করে সবাইকে নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায় বলে জানান দলটির মহাসচিব।