রোহিঙ্গা সংকট সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসি জোরালো ভূমিকা রাখবে। এমনটাই আশ্বাস দিয়েছেন সংস্থাটির সফররত প্রতিনিধি দলের প্রধান হাসেম ইউসেফ। এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসি জাতিসংঘের সাথে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন হাসেম ইউসেফ।
রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে সকালে কক্সবাজারে পৌঁছান ওআইসি’র প্রতিনিধি দলের সদস্যরা। তারা উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এসময় প্রতিনিধি দলের প্রধান হাশেম ইউসেফ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রধান আলোচ্য বিষয় হবে বলেও জানান তিনি।
ইউসেফ বলেন,মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর যে নিপীড়ন চালানো হয়েছে তা গণহত্যার সামিল। এ ঘটনায় সবাই উদ্বিগ্ন। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। তবে রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে সে পরিবেশ মিয়ানমার সরকারকেই তৈরি করতে হবে।
এর আগে রিজেন্ট এয়ারের একটি বিমানে কক্সবাজারে পৌঁছেন ৬৮ দেশের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল। তাদের সরকারি ও বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা ব্রিফিং করেন।