সিটি নির্বাচন সামনে রেখে গাজীপুর ও খুলনার প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কর্মী ও সমর্থকরা বিভিন্ন শ্লোগানে প্রার্থীদের পক্ষে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন।
ছুটির দিনেও থেমে নেই সিটি নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। কর্মী ও সমর্থকদের নানা শ্লোগানে এখন মুখর গাজীপুরের পথঘাট।
সকাল থেকেই টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম।
প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন তিনি।
এদিকে, সিটি নির্বাচনে ৯ দফা কর্মপরিকল্পনা নিয়ে ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী কাজী মো: রুহুল আমিন।
খুলনায় নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগে প্রচারণা সাময়িক বন্ধ রাখার পর আজ আবারো প্রচারনা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাস মঞ্জু।
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকও নগরির ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
তবে, গাজীপুর ও খুলনার ভোটাররা কাকে দেখতে চান নগর পিতা হিসেবে এই প্রশ্নের জবাব মিলবে আগামী ১৫ই মে'র সিটি নির্বাচনের পর।