DBC News
নানিয়ারচরে গুলিতে নিহত ৫ জন

নানিয়ারচরে গুলিতে নিহত ৫ জনরাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে আসার পথে দুর্বৃত্তের গুলিতে পাঁচজন নিহত হয়েছে।  শুক্রবার দুপুরে উপজেলার বেতছড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।

গুলিতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়। নিহতেরা হলেন ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা, সুজন চাকমা, প্রণব চাকমা, সেতু চাকমা ও তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক মোহাম্মদ সজীব। স্থানীয়রা জানায়, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তারা খাগড়াছড়ি থেকে রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিলেন। 

এর আগে, বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা শক্তিমান চাকমা দুর্বৃত্তদের গুলিতে মারা যায়। 

বেলা ১১টার দিকে উপজেলা কার্যালয়ে ঢোকার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।  সেখানেই শক্তিমান মারা যান।  এছাড়া রুপম চাকমা নামে একজন আহত হন। 

গত ১৮ই মার্চ রাঙামাটির কুতুকছড়ি থেকে খাগড়াছড়ির ইউপিডিএফ নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি শক্তিমান চাকমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমাসহ ১৯ জনকে আসামি করে মামলা হয়। এছাড়া ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যা মামলায়ও শক্তিমানের নাম রয়েছে।

আরও পড়ুন

'বিএনপি-জামাত জোট নমিনেশন নিলামে তুলেছিল'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র নিলামে তুলেছিল বিএনপি-জামাত জোট-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যত বেশি টাকা দিয়েছে, তাকেই জোট থেকে নমি...

'নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার'

নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার এমন মন্তব্য করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সরকার নাগরিক অধিকার বঞ্চিত করে সংবিধান লঙ্ঘন করেছে। শুক্রবার বিকে...

জামাত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে গোপন বৈঠক চলার সময় জামাত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থ...

মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ মাদক নিয়ন্ত্রণে কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ বলছে, ইয়াবা ও মাদক দ্রব্য আসা বন্ধ করতে সীমান্তে কঠোর অবস...

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পোনে ১১টার দিকে পুলিশ বাদি হয়ে চকবাজা...

নাইকো দুর্নীতি মামলা: আদালতে হাজির হননি খালেদা জিয়া

ঘুম থেকে উঠতে না পারেননি বলে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া হাজির হননি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। খালেদা জিয়া হাজির না হওয়...