DBC News
'পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা'

'পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা'

 

রমজান সামনে রেখে কেউ পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সকালে জেলা প্রশাসনকের সম্মেলন কক্ষে রমজানে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। 


তিনি জানান, রমজানে প্রতিটি দোকানে পণ্যের দামের তালিকা টানিয়ে রাখতে হবে।  এছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। 

 
রাস্তায় যানজট ঠেকাতে ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না বলেও জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।