Headline
UPDATE

ওয়ানডেতে বেশি বেশি রান করার পরামর্শ

6 days ago খেলা
ওয়ানডেতে বেশি বেশি রান করার পরামর্শ ওয়ানডেতে বেশি বেশি রান করার পরামর্শ
ওয়ানডেতে ব্যক্তিগতভাবে টাইগারদের বেশি বেশি রান করার পরামর্শ দিলেন ক্যারিবিয়ান লিজেন্ড গর্ডন গ্রীনিজ।

 

১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের নেপথ্য নায়ক। তার হাত ধরেই বদলে যায় টাইগার ক্রিকেট।

বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম অংশীদার গর্ডন গ্রীনিজ বর্তমান টাইগারদের ডেরা ঘুরে দেখতে হাজির হন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। বিসিবি কার্যালয়, একাডেমি ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তিনি। সেখানেই বাংলাদেশের বর্তমান ক্রিকেট দলকে এ পরামর্শ দেন গর্ডন গ্রীনিজ।

সাবেক সতীর্থদের গুরুর হাতে অটোগ্রাফ যুক্ত জার্সি তুলে দেন বর্তমান ক্রিকেটাররা। সেখানে মাশরাফি, মুশফিক, তামিমদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন গর্ডন। ক্রিকেটারদের নানা পরামর্শও দেন তিনি।

বর্তমান ক্রিকেটারদের অনেকেই এর আগে দেখেননি গর্ডন গ্রীনিজকে। তাকে কাছ থেকে দেখাকে সৌভাগ্য মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার মেহেদী মিরাজ।

গেল রবিবার, পাঁচদিনের সফরে ঢাকায় আসেন গর্ডন গ্রীনিজ। কে জানে এটাই হয়তো বাংলাদেশ ক্রিকেটে শেষবারের মতো পরিদর্শন এই ক্রিকেট কিংবদন্তির।

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০