Headline
UPDATE

রায় মেনে একসঙ্গে কাজ করার আহ্বান খালেকের

6 days ago রাজনীতি সারাদেশ
রায় মেনে একসঙ্গে কাজ করার আহ্বান খালেকের রায় মেনে একসঙ্গে কাজ করার আহ্বান খালেকের
জনগণের রায় মেনে নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনার নতুন মেয়র তালুকদার আবদুল খালেক। 

 

আজ বুধবার দুপুরে, খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মেয়র। এর আগে, সকাল থেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে আসে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 

তাদের শুভেচ্ছার জবাবে তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সব কাজ সম্পন্ন করা হবে। খুলনা মহানগরীর জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা সমাধানে তার দেয়া প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন নবনির্বাচিত নগরপিতা।

মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্থগিত তিন কেন্দ্রের ভোট ছাড়াই তিনি বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে প্রায় ৭০ হাজার ভোট বেশি পেয়েছেন।

২৮৬ কেন্দ্রের (তিনটি কেন্দ্রের ফল স্থগিত) ফলাফলে দেখা গেছে, তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯০২৯ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

এবার খুলনা সিটি নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রচারের শুরু থেকেই তাদের বাক্যযুদ্ধে ভোটের মাঠ ছিল উত্তপ্ত। ভোট শেষে বিএনপি প্রার্থী মঞ্জু অভিযোগ করেন এ নির্বাচনে প্রায় দেড়শ কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। তাই এসব কেন্দ্রের ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান তিনি।   

এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার খালেক অবশ্য বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আর মঞ্জু সাহেব শুরু থেকে মিথ্যা কথা বলে আসছেন। ওনার কথা আমি গুরুত্ব দিই না। ন্যূনতম একটা শিষ্টাচার থাকা উচিত যে, আমি কী বলছি আর মাঠের কী অবস্থা।’

রাজনীতি | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০