Headline
UPDATE

অনলাইনে সহজ শিখনের স্কুল 'পাঠঘর'

6 days ago স্পেশাল
অনলাইনে সহজ শিখনের স্কুল 'পাঠঘর' অনলাইনে সহজ শিখনের স্কুল 'পাঠঘর'
ইন্টারনেটের মধ্য দিয়ে লেখাপড়া নির্দ্বিধায় সহজ করতে অনলাইনে সহজ শিখনের স্কুল 'পাঠঘর'।

 

ইন্টারনেটের মধ্য দিয়ে লেখাপড়া নির্দ্বিধায় সহজ হয়ে যায়। এক্ষেত্রে চাহিদা বেশি থাকে দেশীয় বা রাষ্ট্রীয় ভাষায় প্রাতিষ্ঠানিক লেখাপড়ার। তবে বাংলাদেশে এ ধরণের উদ্যোগ মাত্র দুটি। এর মধ্যে অন্যতম 'পাঠঘর'। আপাতত বিজ্ঞান ও কৃষি শিক্ষা দিয়ে শুরু করেছে, তবে ভবিষ্যতে সব বিষয়ে লেখাপড়াসহ শিক্ষার সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে এখানে।

শুধু ক্লাসের পড়া যথেষ্ট নয় বলে দলবেঁধে আলোচনা করে পড়তেই হয়। অবশ্য আলোচনা করে পড়ালেখাতে সমৃদ্ধও হওয়া যায়।

 

আবার প্রাইভেটেও নির্দিষ্ট সময়ের ছকে পড়তে শিখতে হয় বলে সেটিও যথেষ্ট হয়না। অগত্যা দলগতভাবে লেখাপড়াই ভরসা। সেখানে সঙ্গী বা মাধ্যম যদি হয় ইন্টারনেট, তবে কাজটি আরো সরল হয়।

 

সরলকে সরলতর করতে তেমনই একটি উদ্যোগ 'পাঠঘর' । 'টেন মিনিট স্কুল' এর পর দেশীয় এই অনলাইন স্কুল, শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ।

 

পাঠঘরের প্রতিষ্ঠাতা ও শিক্ষক প্রীতম বোস জানান, ৪ মাস আগে শুরু হওয়া পাঠঘরের বিষয়বস্তু এখনও নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ, তবে শিগগিরই বিস্তৃতি হবে। তাছাড়া ইন্টারনেট সংযোগ থাকতে হবে বলে সবার কাছে স্কুলকে পৌঁছানোর ব্যাপারেও চ্যালেঞ্জ রয়েছে।

 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এসব ক্ষুদ্র উদ্যোগকে কারো সহযোগিতা-পৃষ্ঠপোষকতার মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করেই এগুতে হবে।

মন্ত্রীর মতে, টেন মিনিট স্কুল ও পাঠঘরের মতো শিখন পদ্ধতি এখনও একপাক্ষিক। অর্থাৎ শুধু শিক্ষকরাই এখানে পাঠ দেন, শিক্ষার্থীদের কথা বলা-প্রশ্ন করার সুযোগ কম। এ থেকে বের না হওয়া পর্যন্ত কোন স্কুলই সুফল দেবে না।

 

স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০