Headline
UPDATE

দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেশি

6 days ago জাতীয় ভোগান্তি
দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেশি দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেশি
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত, লোড শেডিং নেই, সরকার এমন দাবি করলেও বিভিন্ন গ্রাম ও জেলা শহরে প্রতিদিনই দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ।

 

চাহিদার চেয়ে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা এখন বেশি; তাই দেশে কোন লোড শেডিংও নেই, সরকার এমন দাবি করলেও গ্রাম কিংবা জেলা শহরগুলোতে মাঝে মাঝেই দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। সরকার একে লোডশেডিং বলতে রাজি নয়, বিদ্যুৎ বিভাগের ভাষ্য এটা কারিগরি দুর্বলতা। গরম আর আসন্ন রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুতেরও আশ্বাস দিচ্ছেন তারা।

 

শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনার অংশ হিসেবে উত্তরের জেলা পঞ্চগড়েও অধিকাংশ মানুষ বিদ্যুৎ সেবার আওতায় এসেছে। কিন্তু এসব এলকায় লোড শেডিং হয় যেন নিয়ম করেই। 

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন চাপাইনবাবগঞ্জবাসীরও। জীবন যাপন বিঘ্নিত হওয়ার পাশপাশি কলকারখানার উৎপাদনও ব্যহত হচ্ছে এই জেলায়। 

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন জানান, গ্রাহকের এসব ভোগান্তি কারণ লোড শেডিং বা বিদ্যুৎ ঘাটতি নয়। 

 

গেল ৭ দিনের ৫ দিনই গড় প্রায় সাড়ে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে দেশে। আর ২৪ শে এপ্রিল উৎপাদন হয়েছে ১০ হাজার ১শ'৩৭ মেগওয়াট। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। 

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, রমজান আর গরম আর বিশ্বকাপ ফুটবল খেলার মৌসুমে চাহিদা ১২ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে। তখন ওই চাহিদা পুরণের জন্যও প্রস্তুতি আছে বিদ্যুৎ বিভাগ।

তবে এই দাবির সঙ্গে একমত নন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমত উল্লাহর।

 

বিদ্যুৎ উৎপাদন বাড়তে চলতি মাসেই জাতীয় গ্রিডে নতুন ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। 

জাতীয় | ভোগান্তি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০