Headline
UPDATE

'আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে'

1 week ago খেলা
'আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে' 'আফগান সিরিজ চ্যালেঞ্জিং হবে'
আসন্ন আফগানিস্তান সিরিজে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে; এনামুল হক বিজয়।

 

 

টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভয়ঙ্কর দল। বিজয়ের মতে দেরাদুনে টাইগারদের জন্য কঠিন চ্যালেঞ্জ-ই অপেক্ষা করছে। আফগান বোলারদের সামলাতে নিজেদের গেইম প্ল্যান ঠিক করছেন টাইগার ব্যাটসম্যানরা।

ইয়াং অল রাউন্ডার আরিফুলের লক্ষ্য জাতীয় দলে সুযোগ পেলে পারফর্ম করে স্থায়ী জায়গা করা। টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের ক্ল্যাসে আরিফুল মনযোগী স্টুডেন্ট। মন লাগিয়ে সিনিয়র টিম মেটের কথা গিলেছেন বাংলার পকেট ডিনামাইট মমিনুলও। জাতীয় দলের প্র্যাকটিস ক্যাম্পে অফ ডে। ঐচ্ছিক অনুশীলনের দিনে মিঠুন, মুমিনুল আরিফুলদের ব্যাটিং কনসালটেন্ট বনে গেলেন কায়েস।

নতুন নতুন দলে এসেছেন। টাইগার জার্সিতে অভিজ্ঞতা বলতে লংকানদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি। বলার মত শুরু হয়নি আর তাই পায়ের তলার মাটিটা এখনো খুঁজে পাননি আরিফুল। 

আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেলে ব্যাটে বলে নিজের সেরাটা দিতে চান আরিফুল। হতে চান রিয়েল ম্যাচ উইনার। আরিফুলের মত জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করতে চান এনামুল বিজয়ও। হেলায় আর হাত ছাড়া করতে চাননা কোন মওকা।

ইমরুল, লিটন, মিঠুন, সৌম্যদের টেক্কা দিতে না পারলে টাইগার টপ অর্ডারে জায়গা মেলা ভার। দলে সুযোগ পাবার এমন শক্ত প্রতিযোগীতাকে পজিটিভলি দেখছেন বিজয়।

ডোমেস্টিক সার্কিটে পাওয়ার হিটার হিসাবে নাম কামিয়েছেন। সম্ভাবনার সাড়া মিলেছে। আর তাই জাতীয় দলের জার্সিটা কোন মতেই হাত ছাড়া করতে চাননা আরিফুল।

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০