Headline
UPDATE

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘কঞ্জুস’ নাটক মঞ্চস্থ

1 week ago প্রবাস সংস্কৃতি
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘কঞ্জুস’ নাটক মঞ্চস্থ অস্ট্রেলিয়ার সিডনিতে ‘কঞ্জুস’ নাটক মঞ্চস্থ
'বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদূর’ শ্লোগানে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘কঞ্জুস’ নাটক মঞ্চস্থ হয়েছে।

 

নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘শখের থিয়েটার”। 

 

বাংলা নাটকের ইতিহাস হাজার বছরের পুরনো। আর প্রবাসে বসে যদি দেশের নাটক দেখা যায় সেই সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই। তাইতো সিডনির ব্যাঙ্কস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে মঞ্চায়িত 'কঞ্জুস' নাটক দেখতে ভিড় করেন প্রবাসীরা।

 

ফরাসি নাট্যকার মলিয়েরের স্যাটায়ারধর্মী হাসির নাটক 'দ্য মাইজার' অবলম্বনে নাটকটির মঞ্চায়ন করে ‘শখের থিয়েটার’। এর বাংলা অনুবাদ করেছেন তারিক আনাম খান।

 

নাটকে ফুটিয়ে তোলা হয়েছে পুরান ঢাকার বাসিন্দাদের জীবনের নানা চিত্র।  যা দেখে মুগ্ধ  দর্শকরা। আর মাঝে মাঝে আশির দশকের হিন্দি গানের মঞ্চায়ন নজরকাড়ে নাটকপ্রেমীদের।

 

নিয়মিত মঞ্চায়ন সম্ভব না হলেও ভবিষ্যতে নতুন নতুন প্রযোজনা নিয়ে আসার কথা বলেন থিয়েটারকর্মী ও নাটকটির নির্দেশক শাহীন শাহনেওয়াজ। 

 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাসহুদা জামান ছবি, অরিজিত বড়ুয়া শাওন ও মোহাম্মদ খান তুষারসহ আরো অনেকে। ‘কঞ্জুস’বিদেশের মাটিতে প্রশংসা কুড়িয়েছে বলেই মনে করছেন আয়োজকরা।

প্রবাস | সংস্কৃতি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০