Headline
UPDATE

ভালো ফলনের আশা আম চাষিদের

3 weeks ago কৃষি
ভালো ফলনের আশা আম চাষিদের ভালো ফলনের আশা আম চাষিদের
গাছে মুকুল কিছুটা দেরিতে এলেও আমের ভালো ফলন আশা করছেন চাঁপাইনবানগঞ্জের আম চাষিরা। 

 

চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে এখন ঝুলছে গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আম্রপালিসহ নানা জাতের বাহারি আম। এখানকার বাগানগুলোতে ভালো মুকুলের পর ভরপুর গুটি আসায় ব্যস্ত সময় পার করছেন আমচাষীরা। আম রক্ষায় চলছে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ও কিটনাশক স্প্রে। তবে গতবারের প্রাকৃতিক দূর্যোগে ব্যাপক ক্ষতি হওয়ায় এ বছর নতুন করে বাগান কেনা-বেচায় ভাটা পড়েছে।

গুটির শুরুতেই বৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও এখনো আশাবাদী চাষিরা। 

 

বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এখন পর্যন্ত আমের ক্ষতি হয়েছে প্রায় ১০ শতাংশ। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হুদা।

 

তবে ভালো ফলনের জন্য রোগমুক্ত ও পোকামাকড় প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা।

 

এ বছর  ২৯ হাজার ৫১০ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ মেট্রিকটনেরও বেশি। গতবছর চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হয় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।

কৃষি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০