Headline
UPDATE

খুলনা-৩ আসনে বইছে ভোটের হাওয়া

1 month ago রাজনীতি সারাদেশ
খুলনা-৩ আসনে বইছে ভোটের হাওয়া খুলনা-৩ আসনে বইছে ভোটের হাওয়া
সারাদেশের পাশাপাশি খুলনা-৩ আসনেও বইছে ভোটের হাওয়া; চলছে আগাম প্রচারণা।

 

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনা-০৩ সংসদীয় আসন। ভৈরব নদের তীর ঘেঁষে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত এ আসনটি শ্রমিক অধ্যুষিত এলাকা। 

 

মিল বন্ধ, বকেয়া মজুরি ও শ্রমিকদের অন্যান্য দাবি দাওয়া নিয়ে প্রায়ই উত্তপ্ত থাকে এলাকাটি। যে কোন নির্বাচন ও রাজনীতিতে শ্রমিকরা বড় ভূমিকা রাখে এখানে।   

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে কয়েক মাস। এরইমধ্যে এই আসনের মনোনয়ন প্রত্যাশীরা ছুটতে শুরু করেছে বিভিন্ন মহলে। নিজ এলাকায় নিয়মিত প্রচার প্রচারণাও চালাচ্ছেন তারা।

 

শ্রমিকদের মনস্তাত্ত্বিক বিষয় গুলি বিবেচনায় নিয়ে আগে ভাগেই নির্বাচনী প্রচারনায় নেমেছেন বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও শেখ সৈয়দ আলীও চাইছেন মনোনয়ন। 

  

এদিকে, আসন পুনরুদ্ধারের স্বপ্ন থাকলেও এ আসনটিতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সর্বাধিক ৫জন প্রার্থী দলের মনোনয়ন প্রত্যাশী।

 

নগর বিএনপির কোষাধ্যক্ষ এসএম আরিফুর রহমান মিঠু, প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুলের নাম বলছেন নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলে এদের মধ্যে থেকে কেউ প্রার্থী হতে পারবে কি না তা নিয়েই নানা গুঞ্জন রয়েছে। কারণ এই আসনে অনেকটা এগিয়ে রয়েছেন বিএনপির একাংশের নেতৃত্বদানকারী এসএম আরিফুর রহমান মিঠু।

 

কমিটি গঠনের দাবিতে তিনি খুলনা মহানগরীর তিন থানা এলাকা খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলে তার অনুসারীদের দাবি। তবে নগর বিএনপির মধ্যে গ্রুপিংয়ের কারণে ওই আসনটিতে বিএনপির অবস্থান নিশ্চিত করে বলছেন না কেউ।

 

 

যোগ্য প্রার্থী দিয়ে জয়ের ধারাবাহিকতা রাখতে চায় আওয়ামী লীগ, আর বিএনপির লক্ষ্য আসন ফিরে পাওয়া। তবে আসছে নির্বাচনে শ্রমিকদের চাওয়া পাওয়ার হিসেব মেলানোতেই অনেকটা জয় পরাজয় নির্ভর করছে আসনটিতে।

রাজনীতি | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০