Headline
UPDATE

কমছে না বেকারের সংখ্যা

1 month ago জাতীয়
কমছে না বেকারের সংখ্যা কমছে না বেকারের সংখ্যা
কর্মসংস্থান বাড়লেও কমছে না বেকারের সংখ্যা; প্রতিবছর সরকারি চাকরিতে শূন্য থাকছে কয়েক লাখ পদ।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের তথ্যমতে ২০১৬-১৭ অর্থবছরে ১৩ লাখ নতুন কর্মসংস্থান হওয়ার পরও বেকারের সংখ্যা বেড়েছে। ওই অর্থবছরে দেশে বেকারের সংখ্যা ছিল ২৬ লাখ ৭৭ হাজার। যা আগের অর্থবছরে ছিল ২৫ লাখ ৯০ হাজার।

 

২০১৬-১৭ অর্থবছরে হিসাব করা ২৬ লাখ ৭৭ হাজার বেকারের ১০ লাখ ৪৩ হাজার তরুণ-তরুণী উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক ও স্নাতকোত্তর পাস করেও চাকরি পাচ্ছেন না। অর্থাৎ শিক্ষিত বেকারের হার ৩৯ শতাংশ।

 

দেশের মোট কর্মসংস্থানের ৯০ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতের। মূলত কৃষি খাতে কর্মসংস্থান বেশি বলেই এ অবস্থা বলে জানায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ।

 

এদিকে, প্রতিবছর সরকারি চাকরিতে কয়েক লাখ পদশূন্য থেকে যাচ্ছে।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেকারত্বের হার বাংলাদেশেই বেশি। ২০১০ সালের পর শ্রীলঙ্কা ও ভুটান এ হার কমিয়ে এনেছে। ভারতে স্থিতিশীল রয়েছে। তবে বেড়েছে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে।

 

আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলওর হিসাবে, ২০১০ সালে বাংলাদেশে ২০ লাখ লোক বেকার ছিল। ২০১২ সালে ২৪ লাখ, ২০১৬ সালে তা ২৮ লাখে দাঁড়ায়।  ২০১৯ সালে এ সংখ্যা ৩০ লাখে ওঠার আশঙ্কা করছে সংস্থাটি।তবে বিশ্বব্যাংক মনে করে বাস্তবে বাংলাদেশে বেকার লোকের সংখ্যা ২ কোটির বেশি।

 

জাতীয় | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০