Headline
UPDATE

আর্সেনালে শেষ হচ্ছে ওয়েঙ্গার অধ্যায়

1 month ago খেলা
আর্সেনালে শেষ হচ্ছে ওয়েঙ্গার অধ্যায় আর্সেনালে শেষ হচ্ছে ওয়েঙ্গার অধ্যায়
আর্সেনালের সঙ্গে বাইশ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে কোচ আর্সেন ওয়েঙ্গারের।

 

অবশেষে আর্সেনালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। এই মৌসুম শেষেই গানারদের সঙ্গে ২২ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলবেন ফরাসি এ কোচ। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ওয়েঙ্গার বলেছেন, 'সতর্কতার সঙ্গে ভেবে চিন্তে এবং ক্লাবের সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছে মৌসুমের শেষে সরে দাঁড়ানোই হবে সঠিক সময়'।

 

বিবৃতিতে ওয়েঙ্গার আরও বলেছেন, 'অনেক বছর ধরে ক্লাবটিকে সেবা দেয়ার সুযোগ পাওয়ার জন্য সম্মানিতবোধ করছি। ক্লাবের প্রতি এ সময় আমি পূর্ণ অঙ্গীকার ও শুদ্ধতা বজায় রেখেছি'। বিবৃতিতে তিনি সমর্থকদের ক্লাবের মূল্যবোধের প্রতি যত্নশীল হওয়ারও আহ্বান জানান।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে টেবিলের ছয় নম্বরে গানাররা। শেষ পর্যন্ত অবস্থান বদল হওয়ার তেমন সম্ভাবনা নেই। আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিতে ওয়েঙ্গারের শিষ্যদের সামনে সুযোগ ইউরোপা লিগ শিরোপা জয়। ওয়েঙ্গারের গুরুগিরিতে তিনবার প্রিমিয়ার লিগ, সাতবার এফএ কাপ শিরোপা জেতে আর্সেনাল। প্রিমিয়ার লিগের কোন দলে সর্বোচ্চ ৮২৩ ম্যাচে কোচের দায়িত্বে থাকার রেকর্ড আর্সেন ওয়েঙ্গারের।

 

১৯৯৬ সালের ১লা অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে কোচের দায়িত্ব নেন সাবেক ফরাসি এই ফুটবলার।

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০