Headline
UPDATE

উদ্বোধনের পরই সড়কে ভাঙন

1 month ago সারাদেশ ভোগান্তি
উদ্বোধনের পরই সড়কে ভাঙন উদ্বোধনের পরই সড়কে ভাঙন
টাঙ্গাইলে উদ্বোধনের সাত দিন পরই সড়কের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন।

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার থেকে গোবিন্দাসী স্কুল রোড পর্যন্ত ১৩১ মিটার সড়কটি নির্মাণ করা হয় ১০ লাখ টাকা ব্যয়ে। তবে উদ্বোধনের সাতদিনের মাথায় সড়কটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ধস। এ অবস্থায় সড়কটি নির্মাণে কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

 

ভুঞাপুরের গোবিন্দাসী বাজার থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব- ভূঞাপুর পর্যন্ত সড়কে যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা নেই। বিপুল জনগোষ্ঠীর যাতায়াতের জন্য গোবিন্দাসী স্কুল মাঠটিই একমাত্র ভরসা। এতে ব্যাহত হয় স্কুলটির শিক্ষার পরিবেশ।

সড়ক নির্মাণে ২০১৫-১৬ অর্থবছরে একটি প্রকল্প হাতে নেয় উপজেলা প্রশাসন। কিন্তু কাজ শেষ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার। চলতি অর্থবছরে ফের উদ্যোগ নেয় উপজেলা প্রকৌশল বিভাগ। কোটেশনের মাধ্যমে কাজ পায় শহিদুল এন্টারপ্রাইজ।

 

সড়কের গাইড ওয়াল সংস্কার ও মাটি ভরাট করা হয়নি। রাস্তার প্রস্থ ৩ মিটারের পরিবর্তে পোনে ৩ মিটার, ৬ ইঞ্চি সিসি ঢালাইয়ের স্থলে ২ ইঞ্চি এবং দুই ফুট গভীর এজিংয়ের জায়গায় করা হয়েছে ১ ফুট।

 

অভিযোগ রয়েছে, শহিদুল এন্টারপ্রাইজের নামে কাজটি নেয়া হলেও তা বাস্তবায়ন করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

 

তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। ভূঞাপুর উপজেলায় কোটেশনের মাধ্যমে পাওয়া কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

সারাদেশ | ভোগান্তি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০