Headline
UPDATE

'পাঁচ পাই' ডাক্তার নূরুল ইসলাম

5 days ago স্পেশাল সারাদেশ
'পাঁচ পাই' ডাক্তার নূরুল ইসলাম 'পাঁচ পাই' ডাক্তার নূরুল ইসলাম
নূরুল ইসলাম; নব্বই ছুঁইছুঁই এই মানুষটি খ্যাত ৫ পয়সা’র ডাক্তার নামে।

 

গাইবান্ধায় ডিগ্রীধারী অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ডাক্তারের সংখ্যা কম নয়। কিন্তু সব মিলিয়ে কয়েকজন ডাক্তারের নাম বলতে বললে মানুষ যে ক’টি নাম বলবেন তাদের মধ্যে এগিয়ে থাকবেন হোমিও চিকিৎসক নূরুল ইসলাম। এলাকায় যিনি পরিচিত 'পাঁচ পাই' ডাক্তার হিসেবে। 

 

বয়স নব্বই ছুঁইছুঁই। তার পরও নিয়মনিষ্ঠ এই মানুষটি গ্রামের বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের বাড়ি থেকে বের হন সকাল ন’টা বাজলেই। গন্তব্য জেলা শহরের পুরনো বাজারের তাঁর দীর্ঘদিনের চেম্বার। সোয়া একটায় বাড়ি ফিরে আবার বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত চেম্বারে। বিরক্তিহীন, গভীর মমতা নিয়ে রোগী দেখেন প্রতিদিন অন্তত চার’শ। ওষুধপত্রের দাম বেড়ে যাওয়ায় সেই পাঁচ পাই বা পাঁচ পয়সা নেওয়া সম্ভব হয় না। কিন্তু নামের সাথে জড়িয়ে গেছে ৫ পয়সা’র ডাক্তার খ্যাতি।

 

এলাকায় সাদা মনের মানুষ হিসেবে তাকে সকলেই শ্রদ্ধার চোখে দেখেন। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এই পাঁচ পাই ডাক্তার।  ১৯৬৮ সাল থেকে পেশা হিসেবে ডাক্তারি শুরু করেন।

 

ডা. নূরুল ইসলাম নিজেই জানান তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ছেলে ডা. রাজা মিয়া বলেন, অর্থের লোভে নয়, মানুষকে ভালবেসেই ডাক্তারি করেন তার বাবা।

 

পুরষ্কার বা সম্মাননা তাকে একেবারেই টানে না। সেভাবে আসতে চান না জনসমক্ষেও। সম্প্রতি জেলার শীর্ষ স্থানীয় বেসরকারি সংগঠন জিইউকে তাকে সমাজসেবায় ২০১৭ সালের শ্রেষ্ঠ মানুষ হিসেবে সম্মাননা জানিয়েছে।

স্পেশাল | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০