Headline
UPDATE

কূটনৈতিক চাপ সৃষ্টিতে মাঠে নেমেছে বিএনপি

5 days ago জাতীয় রাজনীতি
কূটনৈতিক চাপ সৃষ্টিতে মাঠে নেমেছে বিএনপি কূটনৈতিক চাপ সৃষ্টিতে মাঠে নেমেছে বিএনপি
রাজপথের কর্মসূচি এড়িয়ে কূটনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবি আদায়ে মাঠে নেমেছে বিএনপি।

 

দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরুতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও সেখান থেকে সরে এসেছে বিএনপি। এরইমধ্যে ঢাকায় নিযুক্ত বিদেশী মিশনগুলোতে তৎপরতা বাড়ানোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারও দ্বারস্থ হচ্ছে দলটি। আসছে কমনওয়েলথ সম্মেলন উপলক্ষ্যে ঢাকায় অবস্থিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের কাছেও বার্তা দিয়েছে বিএনপি।

 

এরই মধ্যে চলমান বিষয়গুলো কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের জানানো হয়েছে বলে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।১৯শে এপ্রিল লন্ডনে বসছে ২৫ তম কমনওয়েলথ সম্মেলন।

 

এই সম্মেলনেও যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উঠে আসে সেজন্য ঢাকায় নিযুক্ত কমনওয়েলথভুক্ত দেশগুলোর মিশনগুলোতে বার্তা দিয়েছে বিএনপি।কমনওয়েলথ এর মানদণ্ড গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন এসব বিষয় কমনওয়েলথ সম্মেলনে আলোচনায় আসা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

 

 

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। তখন ঢাকায় সফর করা মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথেও খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলতে চায় বিএনপি।

 

 

জাতীয় | রাজনীতি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০