Headline
UPDATE

মৌলভীবাজারে চা পাতা তোলা শুরু

5 days ago কৃষি সারাদেশ
মৌলভীবাজারে চা পাতা তোলা শুরু মৌলভীবাজারে চা পাতা তোলা শুরু
চার মাস বন্ধ থাকার পর এ মৌসুমের চা পাতা তোলা শুরু হয়েছে মৌলভীবাজারের চা বাগানে।

 

আগাম বৃষ্ঠিপাত হওয়ায় এবার চায়ের উৎপাদন ভাল হবে বলে আশা করছেন বাগান ব্যবস্থাপকরা। তবে চা শিল্পের উন্নয়নে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ শ্রীমঙ্গলে চানিলাম কার্যক্রম চালুর দাবী বাগান মালিকদের। 

 

প্রতি ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চা গাছে কুড়ি না থাকায় বন্ধ থাকে চা পাতা উত্তোলন। ফলে চা উৎপাদনও বন্ধ থাকে। ফলন বাড়ানোর জন্য এই সময়টাতে প্রতিটিবাগানে চলে পরিচর্যার কাজ।

 

গতবছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে বেশিরভাগ বাগান চা উৎপাদনে লক্ষমাত্রা অর্জন করতে পারেনি। তবে এ বছর ফেব্রয়ারি ও মার্চ মাসে কয়েকদিনের আগাম বৃষ্টিতে চা গাছে অংকুরিত হয়েছে নতুন কুড়ি। তাই উৎপাদন ঘাটতি এবার পুষিয়ে নেয়ার আশা বাগান ব্যবস্থাপকদের।

 

এপ্রিলের শুরু থেকে বাগানে বাগানে উৎসবের আমেজে শুরু হয়েছে নতুন পাতা উত্তোলন। আয় বাড়বে এই আশায় নতুন উদ্যোমে জেলার ৯২টি বাগানে পাতা তুলছেন চা শ্রমিকরা।

 

সরকারের সহায়তা বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর আড়াই শতাংশ হারে চা গাছ বৃদ্ধি, উচ্চ ফলনশীল চারা সৃজন সহ নীতিমালা সংস্কারের দাবি জানিয়েছেন চা শিল্পের উদ্যক্তারা।

 

কৃষি | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০