Headline
UPDATE

পদক জয়ের শীর্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া

6 days ago খেলা
পদক জয়ের শীর্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া পদক জয়ের শীর্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া
কমনওয়েলথ গেমসে পদক জয়ের শীর্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া; বাংলাদেশের অর্জন দু'টি রৌপ্য পদক।

 

পদক জয়ের শীর্ষে থেকে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় শীর্ষ অবস্থান ইংল্যান্ডের, পদক জয়ের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছে ভারত। আর দুটি রৌপ্য জয় দিয়েই শেষ হয় বাংলাদেশের মিশন।

১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকির রৌপ্য জয়ের পর ৫০ মিটার পিস্তলে ২য় রৌপ্য পদক জেতেন শাকিল আহমেদ। এতেই শেষ বাংলাদেশের মিশন। আশা জাগিয়েও পেরে ওঠেননি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে সুলতানা আর কুস্তিতে শিরিন। আর ভারোত্তলেনের আশা প্রদীপ মাবিয়া সীমান্ত  ৬৩ কেজি ওজন শ্রেণীতে হন ষষ্ঠ।

 

তবে এর চেয়ে এগিয়ে ছিলো বিগত আসরগুলোর পারফরমেন্স। শ্যুটিংয়ে ১৯৯০সালে অকল্যান্ডে ও ২০০২তে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনা জেতে বাংলাদেশ।  ২১তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সাফল্য এ পর্যন্তই।

 

কমনওয়েলথের মতো বড় ক্রীড়া আসরে এবার নিয়ে ৯ম বারের মতো অংশ নেয় বাংলাদেশ। অ্যাথলেটিক্স, বক্সিং, শ্যুটিং, সাঁতার, ভারোত্তলন ও কুস্তিসহ মোট ৬টি ইভেন্টে লড়াই করেন ২৬ জন অ্যাথলেট। প্রি-ইভেন্ট মিটিংয়ে ম্যানেজার অংশ গ্রহণ না করায় গোল্ড কোস্টের রিঙে নামতে পারেননি দেশের দুই বক্সার রবিন মিয়া ও আল আমিন।

 

এবারের আসরে পদক জয়ে ৮০টি স্বর্ণের সঙ্গে ৫৯টি করে রৌপ্য-ব্রোঞ্জসহ মোট ১৯৮ পদক নিয়ে সেরা অস্ট্রেলিয়া। ৪৫টি স্বর্ণসহ মোট ১৩৬ পদক নিয়ে ২য় হয়েছে ইংল্যান্ড। ২৬টি স্বর্ণের সঙ্গে ২০টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৬৬ পদক নিয়ে ৩য় স্থান ভারতের।

শেষ দিনে ছিলনা কোন পদকের লড়াই। জমকালো সমাপনী অনুষ্ঠানেই শেষ হয় এবারের কমনওয়েলথের আসর।

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০