Headline
UPDATE

টেস্টে সেরাটা দেয়াই লক্ষ্য মুমিনুলের

6 days ago খেলা
টেস্টে সেরাটা দেয়াই লক্ষ্য মুমিনুলের টেস্টে সেরাটা দেয়াই লক্ষ্য মুমিনুলের
নিজেকে প্রমাণ করতে লংগার ভার্সনকেই মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মুমিনুল হক।

 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পারফরমার হিসেবে নিজেকে প্রমাণ করতে বিসিএল ক্রিকেটে বড় রান করে আলোচনায় আসতে প্রস্তুত হচ্ছেন এই লিটল মাস্টার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিয়মিত হতে চান সাদা পোশাকে।

 

বাড়তি অনুশীলন করায় সুনাম রয়েছে মুমিনুলের। নির্ধারিত সূচীর বাইরে ব্যাটিং নক দেখা যায় প্রায়ই। ব্যতিক্রম ছিলো না বিসিএল বিরতির সময়েও। পবিত্র উমরাহ পালন শেষে মুমিনুলের মনোযোগ এখন ব্যাটিং স্কিলে।

 

মুমিনুল হক জানান তার ভাবনায় এখন শুধুই বিসিএল ক্রিকেট। শেষ দুটো ম্যাচে বড় রান করার পাশাপাশি দলের হয়ে শিরোপা জিততে চান এই ব্যাটসম্যান।

 

টেস্ট ক্রিকেটার হিসেবেই পরিচিতি মুমিনুলের। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের সক্ষমতা দেখিয়েছেন। স্বপ্ন দেখেন টেস্টে ভালো করলেই ডাক মিলবে সব ফরম্যাটে।

 

আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতিতে মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা পোষাকে মাঠে নামতে মুখিয়ে আছেন এই ক্রিকেটার।

 

 

খেলা | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০