বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রধানমন্ত্রীর স্বপ্ন; ইকবাল সোবহান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
বিভিন্ন মিডিয়ার উর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক নেতারা সদ্য বিদায়ী উপাচার্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় সাংবাদিকদের সেবা দেয়ার জন্য ডাক্তার কামরুলকে ধন্যবাদ জানান তারা।
এ সময়, হাসপাতালের দৃশ্যমান দুর্নীতি দমন করেছে বলে দাবি করেছেন ডাক্তার কামরুল হাসান।