Headline
UPDATE

ইন্টারনেট সহজলভ্য করার পরামর্শ

4 weeks ago জাতীয় অর্থনীতি স্পেশাল
ইন্টারনেট সহজলভ্য করার পরামর্শ ইন্টারনেট সহজলভ্য করার পরামর্শ
জীবনযাত্রার মান বাড়াতে ইন্টারনেট সুবিধা সহজলভ্য করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

 

মোবাইল ওয়ালেট এবং ইন্টারনেট ব্যাংকিং কাগুজে টাকার লেনদেনকে সহজ ও দ্রুত করছে। ধীরে ধীরে জনপ্রিয় হওয়া এ ডিজিটাল লেনদেন অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বিশ্লেষকরা বলছেন জালিয়াতি রোধে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি মানতে হবে। ডিজিটাল ওয়ালেটের ব্যবহার বাড়াতে দরকার দ্রুতগতির ইন্টারনেট এবং ভালো স্মার্টফোন।

 

সব অপারেটর মিলিয়ে দেশে এখন মোবাইল ফোনের গ্রাহক প্রায় ১৫ কোটি। যার মধ্যে প্রায় সাড়ে ৭ কোটি গ্রাহকের হাতে ইন্টারনেট সংযোগ আছে। বড় এই জনগোষ্ঠীকে কেবল মোবাইল ব্যাংকিং কিংবা অ্যাপসভিত্তিক ব্যাংকিং সেবার মাধ্যমে খুব সহজেই ব্যাংকিং কার্যক্রমে আনা সম্ভব।

 

গ্রাহকের নিত্যদিনের আর্থিক প্রয়োজনকে হাতের মুঠোই আনা সম্ভব হলে ব্যাংকিংখাতের তারল্য সংকটেও তা ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যাংক বিশ্লেষকরা।

  

বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং লেনদেন যে কোন ধরনের প্রতারণা এবং দুর্ঘটনা রোধে ব্যাংকগুলোর সচেতন থাকতে হবে। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তর ছাড়াও নিত্যদিনের আর্থিক লেনদেন সেবা চালুরও তাগিদ দিলেন তারা।

 

কেন্দ্রীয় ব্যাংক ২৮টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং কার্যক্রমে অনুমতি দিলেও তা চালু করেছে মাত্র ১৯টি ব্যাংক। এছাড়াও জি-পে, আই-পে এবং টপ-আপের মত দেশে বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেট সেবা দেশে রয়েছে।

জাতীয় | অর্থনীতি | স্পেশাল | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০