Headline
UPDATE

কনস্যুলার 'সেবা সপ্তাহ-২০১৮'

4 weeks ago প্রবাস
কনস্যুলার 'সেবা সপ্তাহ-২০১৮' কনস্যুলার 'সেবা সপ্তাহ-২০১৮'
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কনস্যুলার 'সেবা সপ্তাহ-২০১৮' কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এক সপ্তাহের এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

জেদ্দা থেকে রঞ্জু আহমেদ জানান, প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ওয়ান স্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে শুক্র ও শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৩টি পর্যায়ে সেবা প্রদান করা হবে। সেবার গুলোর মধ্যে রয়েছে সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, আউটপাস প্রদান, আইনি সহায়তা, গণশুনানি, ডিপোর্টশন সেন্টারে ভিজিট, হাসপাতাল ভিজিট, কারাবন্দী বাংলাদেশিদের সাথে সাক্ষাত, উন্নত মানের খাবার পরিবেশন এবং প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধি ন্যূনতম ১০ জন প্রবাসীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ ইত্যাদি সেবা প্রদান করা হবে।

 

আগামী ২৫শে মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া ২৪শে মার্চ বিকেল পর্যন্ত বাউল গান পরিবেশন হবে।

প্রবাস | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০