Headline
UPDATE

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

1 week ago আন্তর্জাতিক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলাসনকে বরখাস্ত করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

একই সঙ্গে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ'র প্রধান মাইক পমপেও'কে। অন্যদিকে মাইক পমপেওকে পররাষ্ট্রমন্ত্রী করার পর সিআইএ'র নতুন প্রধান হিসেবে গিনা হাসপেলকে মনোনিত করা হয়েছে। 

 

মঙ্গলবার এ বিষয়ে ট্যুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প রেক্স টিলারসনকে এই দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। টুইটে ট্রাম্প লিখেছেন, “সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন! রেক্স টিলারসন যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ! গিনা হ্যাসপেল হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন!”

 

 

২০১৭-তে ডোনাল্ড ট্রাম্পের কেবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রেক্স টিলারসন। রেক্স টিলারসন এক্সন মোবিল কোম্পানির সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ৬৫ বছর বয়সী রেক্সের বাড়ি টেক্সাসে। সিনেটে ৫৬-৪৩ ভোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগকে অনুমোদন দেয়া হয়।

 

 

টিলারসনের কোন রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও আলোচনায় ছিল সব সময়। এ বিষয়টি নিয়ে অনেক সিনেটর উদ্বেগও প্রকাশ করেছেন। তবে রিপাবলিকানরাসহ টিলারসনের অন্যান্য সমর্থকরা, দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে একজন বলিষ্ঠ নেতা হিসেবেই আখ্যা দেন।

 

 

 

আন্তর্জাতিক | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০