Headline
UPDATE

আন্দোলনরত কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান

1 week ago সারাদেশ
আন্দোলনরত কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান আন্দোলনরত কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান
আন্দোলনরত কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।

 

মঙ্গলবার সকালে, বরিশাল ক্লাব মিলনায়তনের বাইরে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের সময় এক সংবাদ সম্মেলনে একথা বলেন মেয়র আহসান হাবিব কামাল।

 

এসময় তিনি অভিযোগ করে বলেন, কুচক্রি মহলের উস্কানিতে এই আন্দোলন হচ্ছে। মেয়র কর্মচারীদের আশ্বাস দিয়ে বলেন, সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে চার-পাঁচদিন সময় লাগবে।

 

বরিশাল সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মচারীদের ছয় মাসের বকেয়া বেতন, ২৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া ও অস্থায়ী কর্মচারীদের চারমাসের বকেয়া বেতনের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্ট কালের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেন।

 

সংকট নিরসনে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সমঝোতা বৈঠক হলেও এখনও তার সমাধান হয়নি।

সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০