Headline
UPDATE

ডিমের দাম কম, খামারীদের মাথায় হাত

1 week ago অর্থনীতি
ডিমের দাম কম, খামারীদের মাথায় হাত ডিমের দাম কম, খামারীদের মাথায় হাত
পাইকরি বাজারে ডিমের দাম কমে এখন ডজন প্রতি ৫৪ টাকায় তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৬ টাকায়।

 

সুপারস্টোরেও কম দামে ডিম মিলছে না।  আর অস্বাভাবিক দাম কমার জন্য ক্ষতির মুখে পড়েছে পোল্ট্রি শিল্প। কম দামে ডিম বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে খামারীদের। উৎপাদন বেশি হওয়াকেই কারণ হিসেবে দেখছেন তারা।

 

সহজলভ্য পুষ্টির উৎস হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই। তাই বাড়িতে বা রেস্তোরাঁয়, সকালের নাস্তা বা রাত-দুপুরের খাবারে স্বল্পখরচে পুষ্টির যোগানদার ডিম।

 

বিশ্ব খাদ্য সংস্থা এফএও এর হিসেবে জনপ্রতি বছরে ১০৪টি ডিম খাওয়ার কথা বলা হলেও, বাংলাদেশে তা এখনো গড়ে ৭০টির বেশি হয়নি।

 

উৎপাদন বেশি হওয়ায়, পছন্দের ডিম এখন সব শ্রেণীর হাতের নাগালে। রাজধানীর তেজগাঁওয়ের আড়তে ১শ'টি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪শ' ৫০ টাকায়। অর্থাৎ প্রতি ডজনের দাম পড়ছে ৫৪ টাকা। যা সপ্তাহ খানেক আগেও ছিলো, ৫৮ টাকা ডজন।

 

পাইকারি বাজারের সাড়ে চার টাকার ফার্মের ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে, সাড়ে পাঁচ টাকায়। অর্থাৎ ২২ টাকা হালিতে।  এক মাসের ব্যবধানে সব প্রকারের ডিমের দাম কমেছে হালিতে ১০ টাকা।

 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের হিসাবে, ২০১৬ সালের ৩৪ টাকা হালির ডিম ২০১৭ সালে কমে দাঁড়ায় ৩২ টাকা হালি।

 

ক্রেতারা কম দামে ডিম খেতে পারলেও, মাথায় হাত মুরগির খামারীদের। শংকা করছেন, ডিমের বাজার এমন থাকলে, অচিরে ব্যবসাই গুটিয়ে নিতে হবে তাদের; এমন শঙ্কা খামারী মাহমুদুল হাসানের। 

    

যদিও খামারীদের প্রত্যাশা, শিগগিরই বাড়বে ডিমের দাম। তবে ক্রেতারা কতদিন কম দামে ডিম খেতে পারবেন; সেটাই এখন দেখার বিষয়।

অর্থনীতি | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০