Headline
UPDATE

ঝুঁকিতে মার্কিন ইস্পাত শিল্প

1 week ago অর্থনীতি আন্তর্জাতিক
ঝুঁকিতে মার্কিন ইস্পাত শিল্প ঝুঁকিতে মার্কিন ইস্পাত শিল্প
ইস্পাতের ওপর মার্কিন সরকারের শুল্ক আরোপের ঘটনায় চাকরি হারাতে পারেন যুক্তরাষ্ট্রের বহু কর্মী।

 

দেশটি বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত আমদানিকারক হলেও, বিদেশি অনেক কোম্পানিই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কারখানা খুলে বসেছে।

 

যেখানে কর্মরত আছে প্রচুর মার্কিন শ্রমিক। আমদানি শুল্ক বাড়ানোর ফলে ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় কর্মী ছাঁটাই করা হবে এসব প্লান্ট থেকে।  বাণিজ্য বিভাগের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পে প্রায় দেড় লাখ মার্কিনির কর্মসংস্থান হয়েছে। 

 

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তে তাই বিরক্ত খোদ মার্কিনিরাই। তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করলেও তার অদূরদর্শী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জনগণ। এদিকে, নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ হিসেবে ইলিওনিস স্টিল কারখানায় অলস পড়ে থাকা দু'টি বয়লার নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যেখানে ৫০০ লোকের চাকরির সংস্থান হবে।

অর্থনীতি | আন্তর্জাতিক | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০