Headline
UPDATE

দুর্গম চরে বাড়ছে ক্যাপসিকাম চাষ

1 week ago অর্থনীতি কৃষি স্পেশাল সারাদেশ
দুর্গম চরে বাড়ছে ক্যাপসিকাম চাষ দুর্গম চরে বাড়ছে ক্যাপসিকাম চাষ
ভোলার দুর্গম মাঝের চরের বিস্তীর্ণ জমিতে বাড়ছে ক্যাপসিকাম চাষ।

 

মাটি উর্বর ও আবহাওয়া উপযোগী হওয়ায় কম জমিতে বেশি লাভের পাশাপাশি, বাজারদর ভালো পাওয়ায় অনেকেই এখন এই বিদেশী সবজি চাষে ঝুঁকছেন। গত দুই বছরে পরীক্ষামূলক চাষে সফল হওয়ায় এবছর বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম আবাদ শুরু করেছেন ভোলার কৃষকরা। 

 

ভোলা সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন মাঝের চর, কাচিয়া ইউনিয়নে মেঘনার কোলে জেগে ওঠা এ চরের প্রায় ১৫ হাজার মানুষ মাছ ধরে আর কৃষিকাজ করে জীবন চালাতো। কিন্তু এ চরের মাটি ও আবহাওয়া ক্যাপসিকাম আবাদের  উপযোগী হওয়ায় গত দুইবছর এখানে পরীক্ষামূলকভাবে শুরু হয় ক্যাপসিকাম চাষ।

 

প্রথম বছরে পাঁচ হেক্টর জমিতে আশানুরূপ ফলন না হলেও চাষিদের লোকসান গুনতে হয়নি। আর পরের বছর একই পরিমাণ জমিতে ক্যাপসিকাম চাষ করে হেক্টর প্রতি ৩০ টনেরও বেশি ফসল আর দামও ভালো পায় তারা। তাই এ মৌসুমে তারা বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ শুরু করেছেন। তাছাড়া বর্তমানে এর বীজ সহজে পাওয়া আর ফলন ভালো হওয়ায় ফসলটির আবাদ দিন দিন বাড়ছে। গেলো বছরের তুলনায় এবার লাভ বেশি হবে বলে মনে করছেন কৃষকরা।

 

এ অঞ্চলে ক্যাপসিকাম আবাদ আরও বাড়বে বলেও আশাবাদী জেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী, চলতি বছরে ১১ হেক্টর জমিতে ক্যাপসিকাম আবাদ হয়েছে। যা গেলো বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি।

অর্থনীতি | কৃষি | স্পেশাল | সারাদেশ | আরও সংবাদ

 অনুষ্ঠান সূচী

 • সমাধান সূত্র
  সমাধান সূত্র   |   রবি থেকে বৃহস্পতি   |   সকাল ১০ঃ১৫
 • অন্যপক্ষ
  অন্যপক্ষ   |   শুক্র ও শনিবার   |   সকাল ১০ঃ১৫
 • খেলা নিয়ে খেলা
  খেলা নিয়ে খেলা   |   শুক্র ও শনিবার   |   সকাল ১১ঃ১৫
 • টালিখাতা
  টালিখাতা   |   রবি থেকে বৃহস্পতি   |   দুপুর ০১ঃ১৫
 • কর্তার অর্থকথা
  কর্তার অর্থকথা   |   শনিবার   |   দুপুর ০১ঃ১৫
 • কৃষিকথা
  কৃষিকথা   |   শুক্র ও শনিবার   |   বিকাল ০৪ঃ৩০
 • মানচিত্র
  মানচিত্র   |   প্রতিদিন   |   বিকাল ০৫ঃ৩০
 • সংবাদ সম্প্রসারণ
  সংবাদ সম্প্রসারণ   |   প্রতিদিন   |   রাত ০৮ঃ০০
 • রাজকাহন
  রাজকাহন   |   রবি থেকে বৃহস্পতি   |   রাত ১০ঃ০০
 • উপসংহার
  উপসংহার   |   শুক্র ও শনিবার   |   রাত ১০ঃ০০ টা
 • চতুরঙ্গ
  চতুরঙ্গ   |   শনিবার   |   রাত ১১ঃ০০ টা
 • সংস্কৃতি সন্দেশ
  সংস্কৃতি সন্দেশ   |   শুক্রবার   |   রাত ১১ঃ০০