বাংলাদেশ, শিক্ষা

স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন জবি'র ৪ শিক্ষক

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই আগস্ট ২০২২ ০৪:২৩:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রজেক্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকে পুরস্কৃত করা হয়।

স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড বিজয়ী চার শিক্ষক হলেন-  উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম,  রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.  এ. জে. সালেহ আহাম্মদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবুল হাসনাত রোবেল এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ।

 

অ্যাওয়ার্ড বিজয়ী চার শিক্ষককে অভিনন্দন জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।

 

এছাড়া গতকাল পুরস্কার বিজয়ী চার শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন