আন্তর্জাতিক, বিনোদন

অস্কার ২০২৩: সেরার মুকুট পড়লেন যারা

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই মার্চ ২০২৩ ০১:৩২:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা দিক দিয়ে এবারের অস্কারের ৯৫ তম আসর ছিলো অনন্য। আয়োজন জুড়ে ছিলো এশিয়ার উজ্জ্বল উপস্থিতি। এবারই কোনো এশিয়ান প্রথমবার পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। সেরা পরিচালকের পুরস্কার পেলেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। সেরা অভিনেতা ব্রেন্ডান ফ্রেসার আর মিশেল ইয়োহ।

বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে শুরু হয় অস্কারের এবারের আসরের অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হলিউডের তারকারা। দেখা যায় একের পর এক চমক।

 

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের মঞ্চে ‘এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স’ সিনেমার একের পর এক চমক। সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে শুরু থেকেই আলোচিত এই সিনেমা। ৭ ক্যাটাগরিতে অস্কার এই সিনেমার ঝুলিতে।

 

সেরা পরিচালক  ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। সেরা অভিনেত্রী মিশেল ইয়োহ থেকে শুরু করে সেরা সহশিল্পী কে হুয়ে হুয়ান ও জেমি লি কার্টিস।

 

আধিপত্য দেখিয়েছে ‘দা হোয়েল’ চলচ্চিত্রটিও। সেরা অভিনেতার পুরস্কার নিলেন ব্রেন্ডান ফ্রেসার। সেই সঙ্গে সেরা রূপসজ্জা বিভাগেও পুরস্কার জিতে নিয়েছে ছবিটি।

 

প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে নির্মিত জার্মান ছবি ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সেরা বিদেশি চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে।

 

প্রতিবারের মতো এবারও অস্কারের মঞ্চে রাজনৈতিক ছোঁয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই পুতিনবিরোধী নেতাকে নিয়ে তৈরি ‘নাভালনি’ জিতেছে সেরা ডকুমেন্টারির পুরস্কার। এছাড়া সেরা কস্টিউম ডিজাইনার রুথ কার্টার।

 

আরও দেখে নেওয়া যাক এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন কারা-

 
সেরা পার্শ্ব-অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

 

সেরা পার্শ্ব-অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

 

সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

 

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং (সারাহ পলি)

 

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: গুইলারমো দেল তোরো'স পিনোকিও

 

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য এলিফ্যান্ট হুইসপার

 

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

 

সেরা মৌলিক গান: নাটু নাটু (ট্রিপল আর)

 

সেরা চলচ্চিত্র সম্পাদনা: এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

 

সেরা পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

 

ডিবিসি/এফএটি

আরও পড়ুন