আন্তর্জাতিক, ইউরোপ

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী হামজা ইউসুফ পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে এপ্রিল ২০২৪ ০৭:৫২:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত রাজ্য স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী হামজা ইউসুফ পদত্যাগ করেছেন। সোমবার (২৯ এপ্রিল) তিনি পার্লামেন্ট স্পিকার এবং রাজা চার্লস ৩’র দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) প্রধানও ছিলেন হামজা ইউসুফ। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। এই দলটি রাজনৈতিক মতাদর্শতগতভাবে স্বটল্যান্ডের  স্বাধীনতাকামী। রয়টার্সের তথ্য

 

ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল স্কটল্যান্ড গ্রিনসের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলার পর জোটে অচলাবস্থা শুরু হয়। এই পরিস্থিতিতে বিরোধী আইনপ্রণেতারা হামজা ইউসুফকে পার্লামেন্টে আস্থা ভোটের দাবি জানালে গত সপ্তাহে এই ভোট হয় স্কটিশ পার্লামেন্টে। কিন্তু সেই ভোটে হেরে হান হামজা। ফলে পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না তার সামনে।

 

গত বছর মার্চের শুরুর দিকে স্কটল্যান্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও নিকোলা স্টারগিওনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত স্কটিশ রাজনীতিবিদ হামজা। তিনি পদত্যাগ করায় এখন আগামী ২৮ দিনের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে স্কটল্যান্ডকে। এই পদে যে দুই প্রার্থী লড়তে যাচ্ছেন তারা হলেন এসএনপির দুই নেতা জন সুইনি এবং কেট ফোর্বস। 

 

উল্লেখ্য,গত ১৭ বছর ধরে স্কটল্যান্ডে ক্ষমতাসীন রয়েছে এসএনপি। তবে স্কটিশ রাজনীতি বিশ্লেষকদের মতে, গত কয়েক বছর ধরে এসএনপির জনপ্রিয়তা কমছে, অন্যদিকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে ব্রিটেনের কেন্দ্রীয় পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টির।তবে কেন্দ্রীয় পার্লামেন্টে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির তেমন জনপ্রিয়তা স্কটল্যান্ডে নেই।

 

ডিবিসি/ এসএইচ 

আরও পড়ুন